হাকালুকি উচ্চ বিদ্যালয়
তালিমপুর, বড়লেখা, মৌলভীবাজার।
EIIN:
MPO Index:
প্রতিষ্টাকাল: ১৫ জানুয়ারী, ১৯৬ খ্রি.
প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক:
প্রতিষ্টাতা- বাবু রবীন্দ্র নাথ দাশ
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার পূর্বে পাথারিয়া পাহাড় চায়ের বাগান, মাধবকুন্ড জল প্রপাত আর পশ্চিমে সুবিশাল হাকালুকি হাওর এর মধ্যভাগে সমতল ভূমি ৭নং তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামে ১৯৬৭ ইং ১৫ জানুয়ারী প্রতিষ্ঠিত হয় হাকালুকি উচ্চ বিদ্যালয়। হাকালুকি এলাকায় মাধ্যমিক শিক্ষার কোন সুযোগ ছিল না, তৎকালে বাবু রবীন্দ্র নাথ দাশ সুদুর বড়লেখার ঘোলসা গ্রাম থেকে হাকালুকি এলাকায় এসে তাহার কয়েক জন সহপাঠী নিয়ে হাকালুকি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে মুর্শিবাদকুরা গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন বাবু কমলচরণ নাথ মহাশয়ের এক খন্ড জমির উপর আরম্ভ করেন হাকালুকি উচ্চ বিদ্যালয়টি। হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মুবশ্বির আলী এ বিদ্যালয় স্থাপনে যথেষ্ঠ সহযোগিতা করেন। এলাকার সর্বস্থরের জন সাধারণের সহযোগিতায় পরিশ্রমে এ বিদ্যালয়টি হাটি হাটি পা পা করে বর্তমান অবস্থায় এসে পৌছেছে।
বর্তমানে এ বিদ্যালয়ে হাজার খানেক শিক্ষার্থী অধ্যয়ন করিতেছে। মানবিক ও বিজ্ঞান শাখা চালু রহিয়াছে। এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় হাকালুকি এলাকার শিক্ষার্থীর লেখাপড়ার পথ সুগম হয়। এ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করিতেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫ জন শিক্ষক/শিক্ষিকা ও ৬ জন কর্মচারী কর্মরত আছেন। বিদ্যালয়টির পূর্বে প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত বাবু রবীন্দ্র নাথ দাশ, প্রয়াত বাবু বরদা প্রসাদ বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত বাবু সুবোধ রঞ্জন দাস, বর্তমান প্রধান শিক্ষক বাবু বিধান চন্দ্র দাস। প্রতিবছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল করে আসিতেছে, ২০২৩ সনে ১০৭ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীণ হয়, ৯টি জিপিএ ৫ সহ ফলাফল ৮০% হয়েছে। এছাড়া ও সহপাঠক্রমিকে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহী রয়েছে। সকল শিক্ষকগণ অত্যন্ত আন্তরিক ভাবে শিক্ষা দান করেন।
হাকালুকি উচ্চ বিদ্যালয়
তালিমপুর, বড়লেখা, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1309-129534
ই-মেইল: hmbidhan4652@gmail.com
ওয়েব: www.hakalukihs.edu.bd